টঙ্গীর বিশ্ব ইজতেমায় হারানো পাসপোর্ট, মোবাইল ও ডলার ফিরে প🔜েয়েছেছেন এক কোরিয়ান নাগরিক।
এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কোরিয়ান নাগরিক সুলতান আহমেদ (৫৮) ওজু করতে গিয়ে পাসপোর্ট, ডলার, নগদ টাকাসহ জরুরি কাগজপত্র রাখা ব্যাগটি হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ স🎐েটি উদ্ধার করে ওই নাগরিকের কাছে হস্তান্তর করে।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিতℱ করেছেন গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী জোনের উপপুলিশ কমিশনার মোহাম্ম🌺দ ইব্রাহিম খান।
মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, “উর্দুভাষী এক বিদেশি নাগরিক পাসপোর্ট, ডলার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ একটি ব্যাগ ওজু খানায় রেখে চলে যান। বিষয়টি আমাদ🌄ের জানালে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ব্যাগটি উদ্ধারে কাজ শুরু করা হয়। খোঁজ নিয়ে জানা যায় অপর এক মুসল্লি ওজুখানা থেকে ওই ব্যাগটি তার হেফাজতে রেখেছেন। পরে ব্যাগটি ওই বিদেশি নাগরিকের কাছে হস্তান্তর করা হয়।”