নীলফামারীতে ডিবি পুলিশের পরিচয়ে আরিফ ইসলাম (২০) নামের এক যুবককে বাসা থꦺেকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার ট🌼েক্সটাইল এলাকার জনতা ব্যাংক সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী আরিফ ইসলাম চড়াইখোলা এ⛦লাকার চৌধুরী পাড়া গ্রামের গোলাম হোসেনের ছেল🌟ে।
গ্রেপ্তাররা হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার আমিনুল ইসলামের স্ত্রী লাভলী আক্তার (৪৫), একই এলাকার বাফাজ উদ্দিনের ছেলে নুর আমিন ওরফে নুর বাবু (৩৬), নীলফামারী সদর উপজেলার কাদিখোল ঢেলাপীর এলꦚাকার সামসুল আলমের ছেলে জ🅠য়নুল ইসলাম (৪২) এবং কয়া গোলাহাট (দক্ষিণ) এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরিফ ইসলামকে🐬 তার ভাড়া বাসা থেকে ডিবি পরিচয়ে𝐆 চার/পাঁচজন ব্যক্তি তুলে নিয়ে যান। এ সময় ঘরে ঢুকে তারা দুইটি মোবাইল, একটি ল্যাপটপসহ নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যান।
এরপর বিভিন্ন🌌ভাবে ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৬৫ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। পরে আরিফ নিজে বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়💝ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, “অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছেℱ। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”