কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানির কারণে দেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র🥀 কাপ্তাই হ্রদে পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পানি বেড়ে যাওয়ায় ৫টি ইউনিটে ২৪ ঘণ্টায় ২১৫-২১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ উৎপাদন বলে দাবি কর্তৃপক্ষের।
শুক্রবার (২৩ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব🍸্যবস্থাপক এ টি এম আব্দুজ🐟্জাহের এ তথ্য জানিয়েছেন।
আব্দুজ্জাহের জানান, শুক্রবার কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পে বিকেল ৫টার দিকে পানি ছিল ১০৬.৩৬ এমএসএল। গতকাল (২২ আগস্ট) একই সময়ে ছিল ১০৪ ফুট। অর্থাৎ গত ꧂২৪ ঘণ্টায় পানি ২ ♑ফুট বেড়েছে। লেকে পানি ধারণ সক্ষমতা ১০৯ ফুট।
কাপ্তাই বাঁধের গেইট খোলার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি ব🉐লেন, “গেইটগুলো খুলে দেওয়ার আগে সংশ্লিষ্ট সকল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সবসময়ই আমরা কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, চট্টগ্রা꧋ম বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীকে চিঠি দিয়ে অবহিত করি। এরপর তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।”
এখনো পানি ছাড়ার 𓂃সিদ্ধান্ত হয়নি, বিপৎসীমার কাছাকাছি এলে পানি ছাড়া হলেও তা অন্তত ৬ ঘণ্টা আগে জানিয়ে দেওয়া হবে বলেও জানান এই কর্⭕মকর্তা।