টঙ্গীর তুরাগ তী𝓀রে আমবয়ানের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। দুপুর দুপুর দেড়টায় জুমার নামাজ শুরু হওয়ার কথা রয়েছে। নামাজে ইমামতি করবেন তাবলীগ জ♉ামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা জুবায়ের।
এর আগে শুক্রবার 𒁏ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর মাওলানা আহমদ বাটলার বয়ান তাৎক্ষণিকভাবে বাংলায় তর্জমা করছেন মাওলানা নুরুর রহমান।
মাওলানা আহমদ বাটলার বয়ানের পর সকাল ১০টায় তালিম করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚার তালিমের পরপরই দেশের বৃহত্তম জুমার নামাজের প্রস্তুতি শুরু করা হবে। জুমার নামাজের পর বয়ান করবেন জর্ডানের মাওলানা খতিব, আছরের নামাজের পর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের ও মাগরিবের পর ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করবেন।