ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন।𒅌 এতে গুরুতর আহত হয়েছেন তিনজন যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল🌃ে ভর্তি করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফর𓂃িদপুর শহরের মামুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ফরিদপুর নগরকান্দা উপজেলার সহিদ মিয়া ছেলে আনিস (২৪) ও তালমা ইউনিয়নের শেখ আব্বাসের ছেলে মো. শাফিজ (২৫) ও সালেহা বেগম।𓆏 তবে এখন🐬ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে চারজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক শহর൩ের দিকে যাচ্ছিল। পথে মামুদপুর এলাকায় এলে 🎃পেছন থেকে একটি ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অপর ৩ যাত্রী আহত হন। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নি💝শ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।▨ ওসি জানান, দুর্ঘটনার পরে ড্রাম ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।