• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তরুণদের উদ্যোগে স্বরূপে ফিরল ইটাকুমারী জমিদারবাড়ি


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৩:৪৯ পিএম

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে প্রজা বিদ্রোহ ছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন। ১৭৮৩ সালে তৎকালীন ফতেপুর পরগণা তথা বর্তমান রংপুরের পীরগাছা উপজেলা꧒র ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র রায় আরেক ব্রিটিশবিরোধী নারী দেবী চৌধুরানীকে সঙ্গে নিয়ে এই ঐতিহাসিক প্রজা বিদ্রোহের ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে দিনাজপুরের কৃষক নেতা নূরুল দীনও আন্দোলনে যোগ দিয়েছিলেন। ওই আন্দোলনের মাধ্যমে তিনি ইংরেজদের জানান দিয়েছিলেন তৃণমূল থেকেও বড় পরাশক্তির বিরুদ্ধ🌼ে প্রতিরোধ গড়ে তোলা যায়।

জমিদার শিবচন্দ্র রায় আজ বেঁচে নেই। তবে তার স্মৃতিচিহ্ন হিসেবে আজও ইতিহাস ও ঐতিহ্যের স্বাﷺক্ষী হয়ে ꦕদাঁড়িয়ে আছে তার জরাজীর্ন জমিদারবাড়িটি, যা বর্তমানে সকলের কাছে ইটাকুমারী জমিদার বাড়ি নামে পরিচিত।

ইটাকুমারী জমিদারবাড়িটি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। শিক্ষা-সংস্কৃতির বাতিঘর হিসেবেও ইটাকুমারীর খ্যাতি সেসময় গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। যে বাড়িটি ছিল একসময় প্রজা ব💦িদ্রোহের সূতিকাগার। সেই বাড়িটি দিন দিন অবহেলা, অযত্ন ও সংস্কারের অভাবে ময়লা, আবর্জনা, লতা-পাতা, জঞ্জালে ভড়ে গিয়ে যেন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছিল। সন্ধ্যা হলেই যেখানে বসত মাদক সেবীদের আসর।

গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ময়লা, আবর্জনা, লতা-পাতা, জঞ্জাল পরিষ্কার করে জমিদার বাড়িটিকে স্বরূপে ফিরিয়েছেন একঝাঁক তরুণ। বেলা ১১টার দিকে শপথ বাক্য পাঠ করার মধ্য শুরু 𝐆হয় এই পরিষ্কার অভিযান। বিশ্ববিদ💙্যালয় শিক্ষার্থীদের সংগঠণ প্রজন্ম পীরগাছার উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিডি ক্লিনের প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী ওই অভিযানে অংশগ্রহণ করেন।

বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক মেহেদী হাসান মুরাদ জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে তারা পীরগাছা উপজ♏েলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হౠিসেবে গড়তে চান।

প্রজন্ম পীরগাছার আহ্বায়ক ডা. আকিব ফয়সাল ইসতি জা𓂃নান, দেবী চৌধুরানী ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যান। তাকে স্মরণ করে এখানে প্রতিবছর নাপাইন্ডীর মেলা নামে একটি মেলা বসে। তিনি যুদ্ধে জয়লাভ ক♑রতে না পারলেও তার আত্মত্যাগের মাধ্যমে মানুষের মধ্যে বিদ্রোহের মানসিকতা তৈরি করতে পেরেছিলেন। তার স্মৃতিবিজড়িত স্থান এই ইটাকুমারী জমিদার বাড়ি। এই ইতিহাসকে তারা সংরক্ষণ করতে চান।

প্রজন্ম পীরগাছার সদস্য আতিফ ইফতেশাম, শামীম আহসান  জানান, ইটাকুমারী জমিদার বাড়ি নিয়ে 💟তাদের অনেক পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আজ তারা বিডি ক্লিনের সহযোগিতায় এটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। এই বাড়িতে তারা নাগরিক সভার আয়োজন করে পীরগাছার উন্নয়ণে বিভিন্ন রুপরেখা তুলে ধরবেন। ম্যাগাজিন প্রকাশ করবেন। তারা এই বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি, যাদুঘর ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাঠ্যপুস্তকে দেবী চৌধুরানী, শিবচন্দ্র রায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাসও অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

এদিকে তরুণদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, ঐতিহাসিক ⛦এই জমিদার বাড়িটি এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। নতুন বাংলাদেশের এই তরুণ প্রজন্ম আজ এটি সংস্কার করছে। ন𝐆িঃসন্দেহে এটি প্রশংসনীয়।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তꦅা মো. নাজমুল হক সুমন জানান, জমিদার বাড়িটি বর্তমানে প্রাইভেট দেবোত্তর হিসেবে আছে। এটা নিয়ে সরকারের মামলা চলছে। মামলা ফয়সালꦚা হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এই বাড়িটিকে নিয়ে সুন্দরভাবে কাজ করবেন তারা। এটাকে মাদকমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি। 

Link copied!