বরগুনার তালতলীতে যꦐৌতুকের জন্য স্ত্রী🧸কে নির্যাতনের পর চুল কেটে দেওয়ার অভিযোগে শাহ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ জুলাই) দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূর করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শাহ আলী উপজেলার চরপা🐼ড়া এলাকার আবদুস ছালামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ১০ বছর আগে ফাতিমা ব𓂃েগমের সঙ্গে পারিবারিকভাবে শাহ আলীর বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে বিদেশ পাঠান তিনি। বিদেশ থেকে আয় করে ফাতিমা দেশে ফেরার পর শাহ আলী কাজ করা ছেড়ে দেন। এরপর স্ত্রীর জমানো টাকা খরচ করতে থাকেন। এক পর্যায়ে ওই টাকা শেষ হলে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য শাহ আলী চাপ দেন। কয়েকবার টাকা আনার পর মঙ্গলবার (১১ জুলাই) আবারো ফাতিমাকে টাকা আনতে বলেন। এবার ফাতিমা অস্বীকৃতি জানালে শাহ আলী ত𒀰াকে মারধর করে কাঁচি দিয়ে তার চুল কেটে দেন।
পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ফাতিমাকে উদ্ধার কর🌄ে হাসপাতালে ভর্তি করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়♏ে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ওই নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা নেওয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।