কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়ির গেটে ম🐟ানববন্ধন ও বিক্ষোভ করেছে বাউল-ফকির ও লালন অনুসারীরা।
শনিবার (৭ অক্টোবর) বেল𓄧া ১১টায় সচেতন নাগরিক সমাজের ব্যানা🍃রে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাউলরা জানান, লা🅺লন তিরোধান দিবস এবং দোলপূর্ণিমার সাধুসঙ্গে মাঠের অর্ধেক বাউলদের বসা এবং থাকার জায়গা রেখে ব্যবসায়ীদের কাছে মাঠ বরাদ্দ দিতে হবে। এছাড়াও বাউল-ফকিরদের কাছ থেকে কোনোরকম চাঁদা আদায় করতে পারবেন না মাঠ বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা।
ত🎶িন দিনের বরাদ্দ হওয়া মাঠে মাসব্যাপী চাঁদা না তোলার দাবিও তোলেন সচেতন সমাজ෴ের প্রতিনিধিরা।
অপরদিকে মাদক কারবার বন্ধ এবং ম🎃াদক কারবারিদের কাছে ইজারার চাঁদা তুলে তাদের বৈধতা দেওয়া বন্ধের দাবি জানিয়েছেন লালন অনুসারীরা। লালন উৎসব ব্যবসানির্ভর না করে চেতনানির্ভর করার দাবি বাউল ফকির থেকে শুরু করে সচ📖েতন নাগরিক সমাজের।
সচেতন নাগরিক কমিটির সভাপতি স. ম লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাউল হবিবর রহমান বিশু, ভাবনগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের সহ-সভাপতি সোহেল রানা, ফকির নিতাই গোস্বামী প্রমু𒈔খ।
মানববন্ধন শেষে বাউলরা লালন মেলা এলাক🅷ায় বিক্ষো♔ভ মিছিল করেন।
আগামী ১৭ অক্টোবর ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের লালন মেলা ও সাং🍬স্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া ღজেলা প্রশাসন।