ফরিদপুরের সালথা উপজেলায় ঘরের আড়ার সঙ্গে র🔯শিতে ঝুলছিল মারিয়া আক্তার ওরফে মাবিয়া (২৪) নামের এক গৃহবধূর মরদেহ।
খবর পেয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের চরপাড়া নামক এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার 🐲করে পুলিশ।
মাবিয়া ওই এলাকার হাফিজুল শেখের স্ত্রী। পারিবার🌼িক কলহের জের ধরে রাতের কোনো এক সময়ে বাবার বাড়ির বসতঘরের একটি রুমের মধ্যে আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়💦দের দাবি।
এলাকাবাসী জানান, একটি ছেলের স🔯ঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন মাবিয়া। এর সূত্র ধরে পরকীয়া প্রেমিক তဣার গোপন সব ডকুমেন্টস তার স্বামীকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে একাধিকবার ঝামেলা হয়েছিল তাদের মধ্যে।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সালথা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের মর্গꦯে পাঠানো হয়েছে।”