লালমনিরহাটের আদিতম🥀ারী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ বছরের জন্য করা এই কমিটিতে ফরহাদ আলী হিমেলকে সভাপতি এবং হুসাইন মো. নাঈমুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্ওরবার (১৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্ত🥀িতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই কমিটিতে রবিউল ইসলাম, ওমর ফারুক, মাহমুদুর হাসান সুমন, মাহেদুল ইসলাম মাহীকে সহসভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদ রায়হান ও আব্দুল্লাহ আল শিহাবকে যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম রসূল জীম ও আহসান আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক, মো. নাসির উদ্দিন সরকার নাঈমকে প্রচার সম্পাদক এবং নিলয় কুমারকে দপ্তর সম্পাদক করা হয়েছে।