লালমনিরহাটের🏅 কালীগঞ্জ উপজেলায় আফাজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিꦜশ।
শনিবা♚র (২৯ জুন) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আফাজ উদ্দিন ওই গ্রামের মৃত আবুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছাগল খুঁ⭕জতে বের হয়ে নিখোঁজ হন আফাজ। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এর একদিন পর শনিবার সকালে পুকুরে আফাজের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত আফাজ উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান এলাকাবাসী।
গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘ꧒টনার সত্যতা নিশ্চিত করেছেন। তিন𓄧ি বলেন, “এ ব্যাপারে প্রশাসনকে অনুরোধ করেছি পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার জন্য।”
কালীগঞ্জ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্♓দুল কাদের (এসআই) বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।