নীলফামারীর কিশোরগঞ্জে মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্য﷽ꦬা করেছেন মিনা রানী (৪২) নামের এক গৃহবধূ।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার রনচন্ডী ইউনিয়নের ক্যামেরার বাজার বানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই 🍒গ্রাম𓂃ের ভুবন চন্দ্র রায়ের স্ত্রী।
স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার (১ এপ্রিল) মিনা রানী𓆏র ছোট মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এতে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। স্বজনদের অপমান সহ্য করতে না পেরে বিষপান করেন তিনি। পরে স্থা☂নীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ধর🌳নী ক্লান্ত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়ে পালিয়🍨ে যাওয়ায় মিনা রানী বিষপানে আত্মহত্যা করেছেন।