রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটযুদ্ধে অংশ নিতে ১৭৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে মেয়র পদে ৪, সাধারণ কাউন্সিলর পদে 𒀰১২৪ ও সংরক্ষিত নারী আসনে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার (২৫ মে) যাচাই-বাছাই শেষে ৭ প্র🍎ার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মনোনয়ন বাতিলকৃতরা হলেন- ১৭ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলী, ২২ নম্🐻বর ওয়ার্ডের সাইফুল আဣজিজ, ৩০ নম্বর ওয়ার্ডের ফয়সাল আল আমিন রাতুল, ২৬ নম্বর ওয়ার্ডের আখতারুজ্জামান কোয়েল, ১৩ নম্বর ওয়ার্ডের মাসুদ রানা, একই ওয়ার্ডের মোহাম্মদ আলাউদ্দিন ও ২৬ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম।
রাজশাহী সি🧔টি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়া😼র হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন বলেন, সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মূলত ঋণﷺ খেলাপি ও নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা আপিল করতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি হবে।
তিনি আরও বলেন, বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। আগামী তিন দিনের মধ্যে আপিল শেষে তাদে🌠রকে প্রতীক বরাদ্দ দেওয𓆏়া হবে। ১ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ২ জুন। প্রার্থীরা ২ তারিখ থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন। আর ২১ জুন অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন।