লালমনিরহাটে আদিতমা𒁃রী উপজেলায় জুয়া খেলায় হেরে গিয়েꦅ স্ট্রোক করে আমিনুল ইসলাম (৫৫) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউন🤪িয়নের উত্তর গোবধা গ্রামের জগদীশের বাঁশঝাড়ে জুয়ার আসরে তার মৃত্যু হয়।
মৃত জুয়াড়꧋ি আমিনুল ইসলাম ওই এলাকার দক্ষিণ গোবধা চাত্রারপার গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার সকাল থেকে ওই বাঁশ ঝাড়ে জুয়ার আসর বসে। সেখানে অন্যান্য জুয়াড়িদের সঙ্গে খেলছিল জুয়াড়ি আমিনুল। জুয়ার আসরে &🌞nbsp;হেরে যাওয়ার পর হঠাৎ তিনি স্ট্রোক করেন। ঘটনাস্থলেই মারা যান আমিনুল। এসময় ভয়ে অন্যান্য জুয়া খেলোয়াড়রা পালিয়ে গেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্෴নু বলেন,𒅌 জুয়ার আসরেই স্ট্রোক করে আমিনুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে আদিতমারী থানার🍌 ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতল🐽ের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।