চট্টগ্রামের জিইসি মোড়ে আবাসিক হোটেল থেকে এক পোলিশ নাগরিকের লাশ উদ্ধা💯রের ঘটনায় হত্যা মামলা হয়েছে।
নিহত বিজ ল মাইকেল যে কোম্পানিতে চাকরি করতেন। সেই `বিগ স্টার` এর কান্ট্রি ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ সোমবার 🌊(৪ মার্চ) গভীর রাতে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্🔯রাম মহানগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার সব্যসাচী মজুমদার জানান, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হযেছে।
সোমবার বেল💛া ১২টার দিকে চার তারকা মানের হোটেল পেনিনসুলার ৯০৫ নম্বর কক্ষ থেকে ৫৮ বছর বয়সী ওই বিদেশির লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি পোলিশ পোশাক ব্র্যান্ড বিগ স্টারের হয়ে চট্টগ্রাম ইপিজেডের ক𓄧্যানপার্ক নামের একটি কারখানায় কোয়ালিটি কন্ট্রোলারের কাজ𓆏 করতে বাংলাদেশ এসেছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ কমিশনার নোবেল চাকমা বলেন, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই কক্ষ থেকে বিজ ল মাইকেলের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ছিল রক্ত, মাথায় ছিল আঘাতের চিহ্ন♛।
পুলিশ কর্মকর্তা সব্যসাচী মজুমদার জানান, “ওই বিদেশি গত ২৫ ফেব্রুয়ারি থে🍌কে পেনিনসুলা হোটেলে ছিলেন। তার ইনজুরি শরীরের দুই জায়গায়। এটা মার্ডার না অন্য কোনো কারণে ঘটেছে কি না,ꦕ তাও আমরা খতিয়ে দেখছি।”
এ ঘটনা🍨য় সোমবার রাত প𝔉র্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।