• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাঁসের খামারে ঢুকে খাঁচায় বন্দী মেছো বিড়াল


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৯:১৬ এএম
হাঁসের খামারে ঢুকে খাঁচায় বন্দী মেছো বিড়াল
মেহেরপুরের গাংনীতে হাঁসের খামারে ঢুকে আটকা পড়ে একটি মেছো বিড়াল। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে একটি হাঁসের𒐪 খামারে ঢুকে আটকা পড়ে একটি মেছো বিড়াল।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার ধানখালা ইউনিয়নের কসবা গ্রামের মো. বদরুদ্দোজার হাঁসের খামারে আটকা পড়ে এটি। ♉পরে বিকেলে মেছো বিড়ালটিকে উদ্ধার করে বনꦅ বিভাগের একটি দল।

গাংনী উপজেলা বন ক꧋র্মকর্তা সাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে🅷ন।

হাঁসের খামারি মো. বদরুদ্দোজা বলেন, “আমি কয়েক বছর ধরে গ্রামের একটি মাঠে হাঁস পালন ও মাছ চাষ করে আসছি। গতকাল মঙ্গলবার সকালের দিকে একটি মেছো বিড়াল হাঁস খাওয়ার জন্য খামারে হানা দেয়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তির সহಌায়তায় এটিকে খাঁচায় আটকে ফেল♎ি। গত দুই বছরে আমার এই খামারে অন্তত ৪টি মেছো বিড়াল ও ৩টি শিয়াল খাঁচায় আটকা পড়ে। পরবর্তীতে সেগুলা ছেড়ে দিয়েছি।”

গাংনী উপজেলা বন কর্মকর্তা সাকিল আহমেদ বলেন, খবর পেয়ে মেছো বিড়ালটি উদ্ধার শেষে অবমুক্ত করা হয়েছে।
 

Link copied!