বঙ্গোপসাগরে এল🤪পিজি বহনকারী লাইটারেজ জাহাজে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (১২ অক্টোবর) রাতে কুতুবদিয়া পয়েন্টের দক্ষিণে নোঙর করা বিএলপিজি সুফিয়া নামে ওই জাহাজে এ ঘটনাꦜ ঘ💝টে।
গভীর রাতে 🍎কোস্টগার্ড সদর দপ্তর থেকে পাঠানো ক♛্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে দেখা যায়, জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্ไবলছে।
আগুনের খবর পেয়ে কোস্টগার্ডের একটি জাহাজ, একটি টাগবোট ও চারটি স্পিডবোট উদ্ধার তৎপরতা ও আগুন নিয়ন্ত✱্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের সঙ্গে নৌবাহিনী ও বন্দরের অগ্নিনির্বাপক দলও যৌথভাবে কাজ করে।
জানা গেছে, এখন পর্যন্ত ওই জাহাজে থাকা সব ক্রুদের জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির 🧸পরিমাণ জানা যায়নি।
এর আগে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু হয়। তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মার🎀া গেছেন। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।