চট্টগ্রাম✃ের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় একটি তুলার গুদা✱মে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কুমিরা, সীতাকুণ্ড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করছে।
শনিবার (১১ মার্চ) সকꩲাল সোয়া ১০টার দিকে আগুন লাগে ব✤লে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান 🌊মাহমুদ বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি আমরা। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কীভাবে লেগেছে, এখনো জানা যায়নি।”
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, “একটি সুতার কারখানার তুলার গুদামে আগু✃ন লেগেছে। পুলি♛শ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।”