গাজীপুরের শ্রীপুরে মোজা তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছেꦰ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছ🧜ে ফায়ার সার্ভিস।
শনিবার (৩ ফেব♋্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলﷺার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্লোব গ্লোভাস মোজা তৈরি কারখানায় আগুনের ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি মো. শাহ জামান বলেন, “আগুন নিয়ন্ত্রণে কাজ করছে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউಌনিট। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”