এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় নওগাঁর বদ⛎লগাছীতে পটলের বেশ ভালো উৎপাদন হয়েছে। তবে উৎপাদন বেশি হলেও আশানুরূপ দাম পাচ্♛ছেন না বলে জানিয়েছেন চাষিরা। এতে হতাশা প্রকাশ করেছেন তারা।
শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার কোলার হাটেꦏ সকাল থেকেই সাড়ে ৪০০ থ൩েকে ৫০০ টাকা মণ দরে পটল বেচাকেনা চলছিল। এর ১ ঘন্টার ব্যবধানে প্রতিমণ পটলের দাম ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে যায়।
তবে পটল চাষিদের দাবি মৌসুমের প্রথম দিকে প্রতি কেজি ꧙পটল ১৮০০ থেকে ২ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। এখন সেই তুলনায় দাম অনেক কমে গেছে।
আব্দুল করিম নামের এক চাষি বলেন, “আগে বাজারে পটল নিয়ে গেলে বিক্রি করে আনন্দ✨ পেতাম। এখন বাজারে পটলের দাম খুবই কম। পটল লাভজনক ফসল হলেও অনেক পরিশ্রম করতে হয়। এছ𒈔াড়া অন্যান্য খরচ তো রয়েছেই। এসব খরচ ও পরিশ্রম অনুসারে দাম কমে গেলে লোকসানে পড়েতে হয়।”
উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩৮৫ হেক্টর জমিতে পটল চাষাবাদ হয়েছে🐠। পটলের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। ♏;