পঞ্চগড়ের বোদা উপজেলায় বছরের পর বছর লোকসানের শিকার হয়ে সাত বিঘা জমির চা বাগান উপড়ে ফেলেছেন শ🍬াহজালাল নামে🦂র এক চাষি। এরপর তিনি ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন।
বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার তেপুকুরিয়া এ🉐লাকায় এ ঘটনা ঘটে।
চা চাষি শাহজালাল জানান, ২০১০ সালে উপজেলার তেপুকুরিয়া এলাকায় নিজের ৭ বিঘা জমিতে চা 🐽বাগান করেন তিনি। শুরুতে লাভ হলেও এরপর পালাক্রমে লোকসান হতে থাকে। এ পর্যন্ত তার প্রায় ২০ ল🌞াখ টাকার লোকসান হয়েছে বলে দাবি করেন তিনি।
শাহজালাল বলেন, “কারখানা মালিকরা সিন্ডিকেট করে চা চাষিদের জিম্মি🌟 করে রেখেছেন। দিন দিন তাদের ব্যবসার পরিধি বাড়লেও চাষিরা গুণছেন লোকসান। প্রতি কেজি চা পাতা উৎপাদন করতে আমাদের খরচ হয় প্রায় ১৮ টাকা। কিন্তু সেই চা পাতা বিক্রি করে আমরা পাচ্ছি মাত্র ৮ থেকে ১০ টাকা। তার মধ্যে আবার ওজন থেকে ২০ শতাংশের বেশি বাদ দিয়ে দাম ধরা হয়। এভাবে আমরা আর টিকতে পারছি না। প্রশাসন ও চা 𒆙বোর্ড কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তাই চা কারখানা মালিকদের দৌরাত্ম থেকে মুক্ত হতেই চা বাগান উপড়ে ফেলার সিদ্ধান্ত নিই। আর এই বাগান করার পাপ হিসেবে দুধ দিয়ে গোসল করলাম।”