সুনামগঞ্জর সদর উপজেলায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘไাতে শুক্কর মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ꦜ৮ মার্চ) দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামের পাশে আমনক্ষেতে এ ঘটনা ঘটে।
শ💖ুক্কর মিয়া সুরমাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
পুল🉐িশ জানায়, মঙ্গলবার দুপুরে শুক্কুর মিয়া নিজের গরুর জন্য ঘাস কাটতে পাশের আমনক্ষেতে যান। এ সময় একই গ্রামের নায়েব আলী ও তার চার ছেলে শুক্করকে ঘাস কাটতে নিষেধ করেন। শুক্কুর মিয়া নিষেধের কারণ জানতে চাইলে পাঁচজন মিলে তাকে কিল-ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেন। পরে আশপাশের লোকজন শুক্কুর আলীকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালেꦉ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী নিহতের ঘটনা♛র সত্যতা নিশ্চিত করে বলেন, “হত্যাকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”