• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, ২ শিশু আহত


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৫:৩৩ পিএম
কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, ২ শিশু আহত
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

🎉রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। তারা দুই🌟জনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১২ আগস্ট) বেলা ২টার দিকে নগরের বোয়ালিয়া থানার টিকা♊পাড়া মহল্লায় এ দুর্ঘ🅠টনা ঘটে।

আহত শিশুরা হলো, ওই💙 এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (৭) 🐲ও মো. শাহিনের ছেলে মো. সাবা (৮)।

শিশ🗹ুদের স্বজনরা জানান, বাড়ির সামনে আবর্জনার স্তুপের ভেতর একটি কার্টন পড়ে ছিল। ওই কার্টনে তুষের ভেতর ককটেল ছিল। শিশুরা কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। এতে তারা দুইজনই আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাং🦄লাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে যান। ঘটনাস্থলে আরও কয়েকটি অবিস্ফোরিত তাজা ♓ককটেল পড়ে ছিল।

Link copied!