মেহেরপুরের সদরে জমিতে পড়ে থাকা পরিত্যক্ত বোমা বিস্ফোরণের🐽 খবর পাওয়া গেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ট🎐াꦏর দিকে উপজেলার শোলমারি গ্রামে এ ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 🐬(ওসি-তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি জমিতে পরিত্যক্ত অবস্থায💧় বোমাটি পড়ে ছিল। সোহান মাঠ থেকে ওইদিক দিয়ে যাওয়ার সময় বোমার ওপর পা পড়লে বিকট শব্দে এটির বিস্ফোরণ ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। সোহানকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে চিকিৎসক সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপ𝔉াতালে পাঠান।
কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, “শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি বোমাটি 🍷পড়ে ছিল। এটি বিস্ফোরণ ঘটলে সোহান আহত হন।”
ওসি মিজানুর বলেন,𝓀 কীভাবে এ ঘটনা ঘটলো তা তদন্ত শেষে𓄧 জানা যাবে।