• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কেসিসি নির্বাচন

ইভিএমে ভোটে ধীরগতিতে বিরক্ত ভোটাররা


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ১১:২৪ এএম
ইভিএমে ভোটে ধীরগতিতে বিরক্ত ভোটাররা

খুলনা সিটি෴ করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতিতে দুর্ভোগে পড়েছেন ভোটাররা। অনেককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

১৯ নไম্বর ওয়ার্ডের ইসলামাবাদ কলেজিয়েট স্কুল কেন্দ্রে দেখা গেছে, নারী ভোটারদের দীর্ঘ লাইন। প্রতিটি ভোট কক্ষের সামনে অপেক্ষা করছেন নারী ভোটাররা।

ওয়ার্ডটির বিসমিল্লাহ মহল্লা এলাকার বাসিন্দা জাহানারা বেগম বলেন, “তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি যাবো বলে সাতটায় এসেছি। নয়টা বাজে এখনো সা💮মনে ৯ জন দাঁড়ানো। লাইন মোটেও এগোচ্ছে না।”

একই মহল্লার বꦐাসিন্দা শাহিনুর বেগম বলেন, “দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে꧟ গেছে। এমন অবস্থা জানলে বিকালে আসতাম।”

ইসলামাবাদ কলেজিয়েট কেন্দ্রে মღোট ভোটার ২ হাজার ৯৪ জন। প্রথম ঘণ্টায় সকাল ৯টা 🦄পর্যন্ত সেখানে ভোট পড়েছে ১৬৬টি। এখনো প্রায় ২০০ ভোটার লাইনে দাঁড়ানো।

অন্যান্য কেন্দ্র ঘুরে ভোটদানে ধীরগতি লক্ষ্য করা গেছে। নগরীর ২৭ নম্বর ওয়ജার্ডের সরকারি এম এম সিটি কলেজ কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৬৩০ জন। প্রথম ঘণ্টায় সেখানে ভোট পড়েছে মাত্র ২৭টি।

খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে ১ ঘণ্🔯টায় ভোট পড়েছে ২৪টি। সেখানে মোট ভোটার ২ হাজার ১৯ জন।

ইসলামাবাদ কলেজিয়েট স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসা🧸র মিঠুন সরকার বলেন, “প্রত্যেক ভোটারকে ভোট গ্রহণ কার্যক💎্রম বুঝিয়ে দিতে হচ্ছে। এ জন্য প্রথম ঘণ্টায় দেরি হয়েছে। ধীরে ধীরে বাড়ছে।”

খুলনা সিটি নির্বাচনে মেয়রꦍ পদে ৫ জন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Link copied!