শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ಌচ🔜ট্টগ্রামের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
শনিবার (💛৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে ﷽অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।
শিক্ষামন্ত্রীর চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী মেজবাউদ্দিন নোবেল বলেন, “২০০-২৫০ বিক্ষোভকারী মন্ত্র𒊎ীর বাসভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাসার সামনে থাকা একটি পাজেরো জিপসহ আরও গাড়ি ভাঙচুর করে। এরপর বৈঠকখানার জানালার কাঁচ, ফুলের বাগান তছনছ করে। এসময় মন্ত্রীর মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বাসায় ছিলেন।”
গণমাধ্যমকে তথ্ඣযটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী🐟 তারেক আজিজ।
কাজী তারেক আজিজ বলেন, “মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হ💦য়ে𓃲ছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে।”