ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনায় উদ্ধার কাজ শেষে ছেড়ে গেছে দুর্ঘটনা কবলিত ‘বলাকা এক্সপ্রেস’ ট্রেনটি। এতে ❀দুই ঘণ্টা পဣর ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও ভৈরব রেলপথ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকে🎶ল সাড়ে ৩টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার 💝করে ময়মনসিংহ স্টেশনে নিয়ে যায়।
তথ্যটি নি🥀শ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী মোফাজ্জল হജোসেন।
এর আগে দুপুর দেড়ট🤡ার দিকে নগরীর শম্ভুগঞ্জ চর 🧸রঘুরামপুর এলাকায় বলাকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানꦇান, দুর্গাপুরের জারিয়া𝄹 থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।