• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গাজীপুরে মাজারে ভাঙচুর-অগ্নিসংযোগ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৬:৫৩ এএম
গাজীপুরে মাজারে ভাঙচুর-অগ্নিসংযোগ

গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় একটি মাজারে হামলা, ভাঙচুরের ও অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে। স্থানীয়দের কাছে এটি শাহ সূফি ফসিহ পাগলার মাজার নামে পরিচিত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে 🐎ম𓆏াজারটিতে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে মাজারে ভাঙ𝓡চুর চালানো হয়। ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদকের অভিযোগ তুলে আশেপাশের বিভিন্ন এলাকার মাদ্র✅াসাছাত্র-শিক্ষক, মসজিদের ইমামসহ একদল গিয়ে সেই হামলা চালায়।

মাজার কর্তৃপক্ষের দ𒐪াবি, তাদের সেখানে মাদক নিষিদ্ধ। মাজারে আসা দানের টাকায় অসহায় মানুষদের সহায়তা করা হয়।

মাজারের প্রধান কবীর বলেন, “মඣাজার ভেঙে ফেলা হয়েছে, আগꦿুন দেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি।”

গাজীপুর মেট্রো🐎পলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, শুনেছি মাজার ভাঙচুর করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

মাজারে অবস্থানরত জাকির হোসেন বলেন, এই মাজারে একটি এতিমখানা রয়েছে। এই এতিমখানাটি মাজারের টাকা দিয়ে পরিচালিত হতো। এখন মাজার ভেঙে ফেলায় এতিমখানাটি ෴বন্ধ হয়ে যাবে।

যারা ভাঙচুর করেছেন, তাদের দাবি, মাজারের ন෴ামে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। ঢাকা-ময়মনসিংহ𒀰 মহাসড়কের যানবাহন থেকে চাঁদা তোলা হয়।

Link copied!