• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চিড়িয়াখানার হরিণ কেটে মাংস ভাগ-বাটোয়ারা, গ্রেপ্তার ১


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৬:৫৭ পিএম
চিড়িয়াখানার হরিণ কেটে মাংস ভাগ-বাটোয়ারা, গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীর মিনি চিড়িয়াখানা থেকে চিত্রা হরিণ কেটে মাংস ভাগ করে নেওয়ার অভিযোগে বাদশা মিয়া (৩৫) নামের এক ব্যক্🐓তিক🔯ে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) বাদশাকে আদালতে পাঠানো হয়।

এর আগে, সোমবার (২৯ মে) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে হরিণে🦄র চামড়া জব্দ করে বন বিভাগ।

বাদশা মিয়া উপজেলার বাতকুচি গ্রামে🌊র জাহেদ আলীর ছেলে।

জেলার বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন মধুটিলা-ইকোপার্কের ভেতরে মিনি চিড়িয়াখানায় থাকা দুইটি 🐻হরিণের মধ্যে একটির মরদেহের অংশ বিশেষ পার্কের ভেতরে পাওয়া যায় গত ৯ এপ্রিল। পরে🀅 ওই হরিণটি বন্য শিয়াল খেয়ে ফেলে।

পরে চিড়িয়াখানায় থাকা একমাত্র চিত্রাহরিণটি রোববার রাতে বাতকুঁচি নামাপাড়া এলাকায় দুর্বৃত্তরা মিলে চুরি করে  হরিণ কেটে &ꦿnbsp;ভাগ-বাটোয়ারা করে নেয়। সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বন বিভাগের লোকজন তদন্তে নামেন এবং সকালে বাতকুঁচি বাজার থেকে ওই গ্রামের বাদশা মিয়াকে আটক করেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার স্বীকারোক্তি অনুযায়ী বাদশার পুকু🙈র থেকে হরিণের চামড়া জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “প্রাপ্তবয়স্ক হরিণটির ওজন ছিল প্রায় ৫০ কেজি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মঙ্গলবার বাদশাকে আদালতে পাঠান👍ো হয়েছে। এ &🐠nbsp; ঘটনায় ৭ থেকে ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদেরকেও আটক করে আইনের আওতায় আনা হবে।”

Link copied!