শেরপুরে বন্যহাতি ও মানুষের ✨মধ্যে দ্♎বন্দ্ব নিরসনে জেলার পাহাড়ি অঞ্চলে হাতির জন্য অভয়ারণ্য তৈরির ঘোষণা আসছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন।
শনিবার (২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানে বৃক্ষরোপণ♑ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন শেষে বনমন্ত্রী এসব কথা বলেন✨।
মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, “অভয়ারণ্য তৈরির সঙ্গে সঙ্গে হাতির চল♛াচলের করিডোরও চিহ্নিতকরণ করা হবে। এছাড়া সকলকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।”
বনমন্ত্ཧরী আরও বলে, “বন্যহাতির আক্রমণে মানুষের প্রাণহানী, ঘর-বাড়ি ও ফসল নষ্টের ঘটনায় ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৯২ লাখ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তি🎐যোদ্ধা আতিউর রহমান আতিক, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরি🅷চালক গোবিন্দ রায়, বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এবং পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
প্রসঙ্গত, দেশের উত্তরের জেলা শেরপুরের সীমান্তবর্তী এলাকা নালিতা🎐বাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৩৫ কিলোমিটার এলাকা বনাঞ্চল। দীর্ঘদিন ধরেই এই বনাঞ্চলে প্রতিনিয়ত হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দ্বন্দ্বে কখনও মানুষ আ𒉰বার কখনো হাতি মারা গেছে।