ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে কুকুরের আক্রমণে গুরুতর জখম হয়ে ইজাজুল (৩৭) নাཧমের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে নরসুন্দা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত 🦹ইজাজুল উপজেলার শেরপুর ইউনিয়নের উত্তর শেরপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। তিনি একটি কোম্পানির পণ্যের বিক্রেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজাজুল আজ ভোরে ভাড়া বাসার পাশে মস🌱জিদে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন। এ সময় রাস্তার একদল কুকুর তাকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে। এতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা ⭕যান।
স্থানীয়রা জানান, এলাকায় কুকুরের উৎপাত রয়েছে। কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলেও সেটি তাদের কাছে প্রতিদিনের ঘটনা মনে হয়েছে। মানুষে💟র কোন⛦ো চিৎকার তাদের কানে পৌঁছায়নি।
নান্দাইল মডেল থানার ভা൲রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।