চাঁদপুরের শাহরাস্꧟তিতে এক যুবকের পায়ুপথে অস্ত্রোপচার করে একটি ডাব বের করেছেন চিকিৎসকরা।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজারে মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার নামে বেসরকারি এꦦকটি হাꦛসপাতালে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা যুবকের পায়ুপথ থেকে ওই ডাবটি অপসারণ করেন।
হাসপাতাল সূত্র ও রোগীর স্বজনরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবকের পায়ু🌌পথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। পরে এক্সরে করে ডাবটি অনেক বড় দেখতে পান চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসক আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।
হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন শেখ ফরিদ জানান, অপারেশনের প🦂রে বের হওয়া ডাবের আকার দেখে তাজ্জব বনে গেছেন তিনিসহ অন্যরা।
তবে এ ঘট🥀নায় রোগী বা তার সঙ্গে আসা স্বজনরা গণমাধ্যমের সামনে ক⛦োনো মন্তব্য করতে রাজি হননি। তাই ঘটনাটি বেশ রহস্যের জন্ম দিয়েছে।
চিকিৎসক আরিফ উল হাসান বলেন, “হয়তো দুর্ঘটনাবশত ঢিলা কূলুপ কর▨তে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। এমন পরিস্থিতিতে আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি তার পায়ুপথ থেকে বের করতে সক্ষম হই।” রোগী সুস্থ আছেন বলেও জানান তিনি।