• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যুবকের পায়ুপথ থেকে বের হলো ডাব, অবাক চিকিৎসকরা


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৯:১৯ পিএম
যুবকের পায়ুপথ থেকে বের হলো ডাব, অবাক চিকিৎসকরা

চাঁদপুরের শাহরাস্꧟তিতে এক যুবকের পায়ুপথে অস্ত্রোপচার করে একটি ডাব বের করেছেন চিকিৎসকরা।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজারে মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার নামে বেসরকারি এꦦকটি হাꦛসপাতালে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা যুবকের পায়ুপথ থেকে ওই ডাবটি অপসারণ করেন। 

হাসপাতাল সূত্র ও রোগীর স্বজনরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবকের পায়ু🌌পথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। পরে এক্সরে করে ডাবটি অনেক বড় দেখতে পান চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসক আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।

হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন শেখ ফরিদ জানান, অপারেশনের প🦂রে বের হওয়া ডাবের আকার দেখে তাজ্জব বনে গেছেন তিনিসহ অন্যরা।

তবে এ ঘট🥀নায় রোগী বা তার সঙ্গে আসা স্বজনরা গণমাধ্যমের সামনে ক⛦োনো মন্তব্য করতে রাজি হননি। তাই ঘটনাটি বেশ রহস্যের জন্ম দিয়েছে।

চিকিৎসক আরিফ উল হাসান বলেন, “হয়তো দুর্ঘটনাবশত ঢিলা কূলুপ কর▨তে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। এমন পরিস্থিতিতে আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি তার পায়ুপথ থেকে বের করতে সক্ষম হই।” রোগী সুস্থ আছেন বলেও জানান তিনি।

Link copied!