• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যানবাহন চলাচলে সিএমপির নির্দেশনা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০২:৪৪ পিএম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যানবাহন চলাচলে সিএমপির নির্দেশনা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার (ꦯ২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জশনে জুলুস অভিম♋ুখী সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানিয়েছেন🐎 চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট꧒্রাফিক-দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচলাইশ থানাধীন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-💫বিবিরহাট (বামে মোড়)-মুরাদপুর-মির্জারপুল-পাঁচলাইশ থানার মোড় (বামে), কাতালগঞ্জ-অলিখাঁ মোড়-কেয়ারি মোড়-চট্টগ্রাম কলেজ-গণি বেকারি (ডানে)-খাস্তগীর স্কুল (ডানে)-আসকার দীঘি-কাজীর দেউড়ি (ডানে)-আলমাস (বাঁয়ে)-ওয়াসা (ডানে)-জিইসি মোড়-দুই নম্বর গেট-মুরাদপুর (বামে)-বিবিরহাট-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ।

জশনে জুলুস চলাকালে নগরের বিবিরহাট, মু🍎রাদপুর, মির্জারপুল, পাঁচলাইশ থানার মোড়, মেডিকেল থেকে অলি খাঁ রোডের মুখ, তেলিপট্টি মোড়, চকবাজার থানা রোডের মুখ, সিজিএস স্কুল মোড়, প্যারেড কর্নার, গণি বেকারি মোড়, জামালখান মোড়, চেরাগি পাহাড় মোড়, সার্সন রোডের মুখ, নেভাল অ্যাভিনিউ, স্টেডিয়াম গোল চত্বর, আলমাস সিনেমা মোড়, চট্টেশ্বরী মোড়, এসএইচ খান ফিলিং স্টেশন (ওয়াসা), জিইসি মোড়, ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জশনে জুলুসে চট্টগ্রাম জেলার 🍸বিভিন্ন উপজেলাসহ অন্যান্য অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের বহনকারী যানবাহন মুসল্লিদের নামিয়ে দিয়ে পার্কিং পয়েন্টগুলোর মধ্যে স্ব-স্ব সুবিধাজনক স্থানে পার্কিং করবে। ফিরিঙ্গি বাজার বালুর মাঠ, সিআরবি সাত রাস্তার মাথা, পলোগ্রাউন্ড মাঠ, কদমতলী-শুভপুর বাস টার্মিনাল, অক্সিজেন মোড়, বায়েজিদ লিংক রোড, আমবাগান শহীদ শাহজাহান মাঠ, বহদ্দারহাট বাস টার্মিনাল, নূরনগর হাউজিং মꦛাঠ, এক কিলোমিটার এবং অলংকার মোড় পার্কিং স্থান হিসেবে ব্যবহার করবে।

পার্কিংয়ের বিষয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমোদন নেওয়ার ব্যবস্থা করবে। জুলুসের রুটে কোনো যানব𒆙াহন পার্কিং করে বিঘ্ন সৃষ্টি করা যাবে না বলেও বিজ্🐭ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Link copied!