কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে শুꦰক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) এক বার্তায় গ্যাস বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
কেজি🐻ডিসিএল কর্তৃপক্ষের বার্তায় বলা হয়, মহেশখালীস্থ এলএনজি এফএসআরইউয়ের কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে। সমস্෴যা নিরসনে কাজ চলছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
তবে বিষয়টি নিয়ে কেজিডিসিএল কর্তৃপক্ষ আগে থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার𝕴 করেনি। ফলে এ নিয়ে গ্রাহকদের কোনো রকম প্রস্তুতিও ছ📖িল না। সকালে গ্যাস বন্ধ থাকায় অনেকেই রেস্তোরাঁয় খাবারের জন্য লাইন দিয়েছেন। কিন্তু বহু রেস্তোরাঁয় রান্নাও হয়নি। অনেক এলাকায় বৈদ্যুতিক চুলা ও লাকড়ি জ্বালিয়ে রান্নার কাজ সারতে হচ্ছে গ্রাহকদের।
এদিকে হঠাৎ গ্যাস সরবরাহ বন্🌳ধ হয়ে যাওয়ায় নগরের ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। এ কারণে সড়কে কমে গেছে সিএনজিচালিত অটোরিকশার চলাচল।
কোম্পানির মহাব্যবস্🌱থাপক (প্রশাসন) গৌতম কুণ্ডু জানান, কারিগরি ত্রুটির কারণে🤡 এলএনজি সরবরাহ কম থাকায় চট্টগ্রাম এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। ত্রুটি সারানোর কাজ চলছে।
এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। ছুটির দিনে রান্নার গ্যাস না থাকায় অনেকেই খাবার কিনতে ভিড়ౠ জমান হোটেলে।