ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় ꧂সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮ট🌜া♕ থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুখুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারুন মোল্লা ও করিম মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে মাসুদ মুন্সী (৩০), মিলন মেম্বার (৪০), করিম মাতুব্বরসহ (৬০) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর🌸 মধ্যে দুজনের অবস্থা𝔉 আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ব্যা꧑পারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত🗹 কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। আবার যেন কেউ সংঘর্ষে জড়াতে না পারে, সে জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।