নোয়াখালীর চাটখিলে বাড়ির পেছনের পুꦏকুরে পড়ে আনভীর হোসেন নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আꩲগস্ট) দুপুর ১২টার দিꦆকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আনভীর ওই অঞ্চলের মোল্লা বাড়ির ফিরো𒊎জ আলম সুমনের ছেলে।
স্থানীয় বাসিন্দা পলাশ জানান, দুপুর ১২টার দিক♑ে আনভীর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে একটি পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ডি𓆉উটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রাহেনা আক্তার জানান, এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।