• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সিগারেট না পেয়ে ছাত্রদল নেতার ছুরিকাঘাত, আহত ৬


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৩:৫৫ পিএম
সিগারেট না পেয়ে ছাত্রদল নেতার ছুরিকাঘাত, আহত ৬
জেলার মানচিত্র

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিগারেট কেনার ঘটনাকে কেন্দ্র করে জামায়াত, স্বেচ্ছাসেবক দল ও জাসাস নেতাসহ ছয়জনকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে মারুফ হাসান (২২) নামের এক ছাত্রদল নেতার বি🙈রুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত মারুফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ꦉ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের চ🏅ৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

মারুফ উপজেলার শি🦋বপুর ইউনিয়ন ছা🦂ত্রদলের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় মারুফসহ ৯ জনের বিরুদ্ধে শুক্রবার (১৫ নভেম্ব🦄র) গোবিন্দগঞꦆ্জ থানায় মামলা হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় তার সঙ্গে মারুফ হাসানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে মারুফ ফোন করে দলবল নিয়ে ফুল মিয়াকে আক্রমণ করতে𒐪 যান।

এ সময় পাশে থাকা বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে 🍌অন্তত ছয়জন আহত হন।

আহতরা হলেন দোকানি জামায়াত নেতা ফুল মিয়া (৩৫), পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল (৪০) ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫)। ত﷽ারা হাসপাতালে ভꦐর্তি রয়েছেন।

এ ঘটনায় আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে যান বিএনপির রংপুর বিভাগীয় কমি🍸টির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গো💃বিন্দগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আশরাফুল আলম রাজু, সাবেক জামায়াতের আমির নূরনবী প্রধান, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু ও সদস্যসচিব আবু জাফর লেলিনসহ দলীয় নেতারা।

গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ফেরদৌস মিয়া বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে প🧜্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত মারুফ হাসানকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকে♐র চেষ্টা চলছে।

Link copied!