• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ছকিনা


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৩:৪৩ পিএম
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ছকিনা

ꦕরাজবাড়ীর পাংশায় একসঙ্গꦡে তিন সন্তানের জন্ম দিয়েছেন ছকিনা বেগম (৪০) নামের এক গৃহবধূ।

সোমবার (২৪ জুন) দিবাগত রাত 𒁃১১টার দিকে পাংশা আধুনিক ক্লিনিকে নরমাল ডেলিভ💛ারির মাধ্যমে তার তিন ছেলে সন্তানের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

ছকিনা বেগম রাজবাড়ীর কালুখালি উপজেলার রতন꧋দিয়া ইউনিয়নের হরিণাডাঙ্গি গ্রামের মো. বিল্লাল খানের স্ত্রী।

তিন সন্তানের বাবা বিল্লাল খান বলেন, “সোমবার (২৪ জুন) রাত ১০টার দিকে আমার স্ত্রীর প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হয়। পরে রাতে﷽ ১১টার দিকে নরমাল ডেলিভারিতে তার তিন সন্তানের জন্ম হয়। আমার একসঙ্গে তিন সন্তানের বাবা হয়ে আমি খুব খুশি। আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও 🍸সবাই খুব খুশি।”

পাংশা আধুনিক ক্লিনিকের চিকিৎসক ডা. মো. খন্দকার আবু জালাল বলেন, “তিনটি বাচ্চা নরমাল ডেলিভারি করাতে পেরে আমরাℱ অনেক খুশি। মা ও তিন নবজাতকরা সুস্থ আছে।”

Link copied!