নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে বাড়িওয়ালাকে অস্ত্রের মুখে জিম্মি করে হা𝐆ত মু♌খ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।
মঙ্♔গলবার (২ জুলাই) গভীর রাতে নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা এলাকার মফিজ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্🐷থল পরিদর্শন করেছে নড়াগ꧅াতি থানা পুলিশ।
ভুক্তভোগী পরিবার জানায়, মঙ্গলবার রাতে নলামারা এলাকায় ডাকাতের একটি দল সংঘবদ্ধ হয়ে মফিজ চৌধুরীর বাড়ির গেটের গিরিলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর মফিজ চৌধুরী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে নগদ সাড়ে তিন লাখ টাকা ও একটি মোটরসাইকে🌳ল, ৩২ ইঞ্চি টিভি ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর♐্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বাড়ির মালিক এখনো কোনো অভিযোগ করেননি।
অভিযোগ🏅 পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।