• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নৌকা ডুবে ভেসে উঠল ভাইয়ের মরদেহ, বোন নিখোঁজ


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০২:৫৪ পিএম
নৌকা ডুবে ভেসে উঠল ভাইয়ের মরদেহ, বোন নিখোঁজ

নরসিংদীর মেঘনা 🌊নদীতে নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজের ১২ ঘণ্টা পর আব্দুল্লাহ (১২) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছ🅺ে।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দক🧔্ষিণ চরভাসানিয়া বেরিবাঁধের পাশে মরদেহটি 𝓰ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর মাধবদী থান♔াধীন মেঘনা ঘাট থেকে পরিবারের সঙ্গে টিডিরচরে বেড়াতে যাচ্ছিলেন তারা।

নিহত🐓ের পরিবারের সদস্যরা জানান, নওঁগা জেলার বাসিন্দা এমতাজ উদ্দিন পরিবার নিয়ে মাধবদꦫীর একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনা বাজার ঘাট থেকে চরদিঘলদীর টিডিরচরে তাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় মাঝ নদীতে এমতাজ উদ্দিন, তার স্ত্রী দিলারা বেগম, দুই সন্তান আব্দুল্লাহ (১২) ও জান্নাতুলসহ (১৪) ছয়জন নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় এমতাজ, তার স্ত্রীসহ চারজর তীরে ফিরলেও নিখোঁজ হয় তাদের দুই সন্তান। এরপর জেলে ও স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তাদের পাওয়া যায়নি।

ভংগারচর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) অনিমেশ হলধার জানান, 𒐪৬ জনের মধ্যে ৪ জন তীরে উঠে এলেও দুই ভাই-বোন নিখোঁজ ছিল। শুক্রবার সকালে স্থানীয়রা শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেছেন। জান্নাতুলকে খোঁজা হচ্ছে।

Link copied!