• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নৌকায় করে মরদেহ নেওয়া হলো কবরস্থানে


যশোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:৪৮ পিএম
নৌকায় করে মরদেহ নেওয়া হলো কবরস্থানে

যশোরে🌊র কেশবপুরে বন্যার পানিতে গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় করে মরদেহ নেওয়া হয়েছে কবরস্থানে। সেখানে পারিবারি✤ক কবরস্থানেও পানি থাকায় পাশের উঁচু জায়গায় মরদেহ দাফন করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টಞেম্বর) দুপুরে উপজেলার মধ্যকূল গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কেশবপুর সদরের মধ্যকূল গ্রামের উত্তরপাড়ার সিরাজুল ইসলাম (৫২) বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে মারা যান। গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ꦛে রয়েছে। যে কারণে বাড়ি থেকে মরদেহ নৌকায় করে দূরের কবরস্থানে নেওয়া হয়। কবরস্থানও পানিতে তলিয়ে 🌠থাকায় পাশের উঁচু স্থানে তাকে দাফন করা হয়।

সিরাজুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন জানান, গতকাল এশার নামাজের পর তার স্বা🌸মী অসুস্থ হয়ে পড়লে কালেমা পড়তে পড়তে মারা যান।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, বন্যার পানিতে মধ্যকূল গ্রাম তলিয়ে রয়েছে। এ 𒀰কারণে ওই ব্যক্তির মরদেহ নৌকায় করে পারিবার🦩িক কবরস্থানের পাশের উঁচু জায়গায় দাফন করতে হয়েছে।

Link copied!