বগুড়ার গাবতলীর ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ছয়টা প﷽র্যন্ত উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের তরণী হাট এলাকার ইছামতী নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং কমিটি বালিয়াদীঘি ইউনিয়ন শাখা পঞ্চমবারের মতো এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন 🔥করে।
এবারের প্রতিযোগিতায় বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে আগত ১১টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- উড়াল পঙ্খী, দুরন্ত এক্সপ্রেস, আলিশান, আল্লাহ ভরসা, রাখে আল্লাহ মারে কে, ইনশাআল্লাহ, সততা, বিজয় নিশান, একাত্তরের বি💮জয়, নয়ন মনি, কিংরাজ।
ফাইনালে প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়নꦦ হয় উড়াল পঙ্খী। আর রানার্স আপ হয় আল্লাহ ভরসা নৌকা।
পরে সন্ধ্যায় প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ🌳তে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ 🅰সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকাবাইচ প্রতিযোগিতা। বাংলার অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আমরা সেসব ঐতিহ্য ফিরিয়ে আনব সবাই মিলে। আজকের নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নারী পুরুষের ঢল নেমেছে ইছামতী নদীর দুই তীরে। মনে হচ্ছে যেন বিশেষ খুশির দিন আজ। আমরা বাঙালিরা আমাদের🤪 সংস্কৃতিকে লালন করি, এটি তার অন্যতম প্রমাণ।”
আগামীতে বগুড়া জেলা পুলিশের আয়োজনে করতোয়া নদীতে নৌকাবাইচ প্রꦛতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও জানান সুদীপ কুমার চক্রবর্তী।