দেশের উন্নয়নে বিএনপি দৃশ্যমান কোনো কাজ দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দু🌺ল কাদের।
তিনি বলেছღেন, “বিএনপি শুধু সমালোচনা করতে জানে। জনগণের জন্য তারা দৃশ্যমান কোনো কাজ করেনি।”
রোববার (৬ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার আজমপুর থেকে গাজীপ♓ুরের টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের ঢাকামুখী লে♉নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঢাকামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, “এই প্রকল্প নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু সরকা🔥র কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে।”
ওবায়দুল কাদের বলেন, “আগামী মে থেকে জুনের প্রথম সপ✃্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে। সোমবার (৭ নভেম্বর) একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।”
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ২০ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ বিআরটি লেনের সাড়ে൩ চার কিলোমিটার থাকবে উড়াল সড়কে। বাকি ১৬ কিলোমিটার বিআরটি লেন মাটির সমতলে নির্মিত হচ্ছে। মাঝে রয়েছে ১৭৫ মিটার দীর্ঘ ১০ লেনের টঙ্গী সেতু। সেতু ও ফ্লাইওভার নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।