বরগুনার সদর উপজেলায় একটি হাঁসꩲ কালো ডিম পাড়ছে। এ নিয়ে জেলাজღুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
চার দিন ধরে উপজেলার আয়লা পাতাকাটা🐠 ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামের রহিম আকনের হাঁসটি কালো ডিম দিচ্ছে।
শুক্রবার (২৩ জুন) হাঁসটির মালিক রহিম আকন সংবাদ প্রকাশকে বলেন, “তিন মাস আগে আমার শ্বশুরবাড়ি থেকে পাতিহাঁসের বাচ্চা নিয়ে আসি। এরপর থেকে স্বাভাবিক নিয়🌳মেই বাড়িতে হাঁসগুলো লালন-পালন করি। চার দিন ধরে হ🦋াঁসটি কালো রঙের অদ্ভুত আকৃতিক ডিম দিচ্ছে।”
ব্যাংক কর্মকর্তা বশির উদ্দিন নিমু বলেন,༺ “আমার নানাবাড়ি থেকে এই পাতিহাঁসটি এনেছিলাম। হাঁসটি কেন কালো রঙের ডিম দিচ্ছে, বুঝতে পারছি না। তবে আমরা একট🐲ি কালো ডিম ভেঙে দেখি ভেতরের সবকিছু অন্য ডিমের মতোই।“
এ বিষয়ে বরগুনা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান সংবাদ প্রকাশকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি হাঁসটির কোনো পরিযায়ী পাখির সঙ্গে প্রজনন হয়েছে। কিছু পরিযায়ী পাখি কালো রঙের ডিম দেয়। যে কারণে হাঁসটি কালো রঙের ডিম দিচ্ছে। অথবা হাঁসটি কালো রঙের কেমিক্যাল খেয়েছে। হাঁসটির জরায়ুর সমস্যার কারণ♎েও ডিমে🌌র রং কালো হতে পারে।”
তিনি আরও বဣলেন, “আমরা সাতটি ডিম দেখব এবং নমুনা সংরক্ষণ করব। এরপর ডিম ও হাঁস পরীক্ষাগারে পাঠাব।”