গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন🍨ে আওয়ামী লীগের পরাজিত মেয়রপ্রার্থী মো. আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৪ জুন) জনপ্ℱরশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এ😼কটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগেরꦐ শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন♐।
এ নিয়োগের অন্যান♔্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।