আওয়ামী লীগ বাস্তবতা মেনেই কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, “বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এটা শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ জানে। অতি সম্প্রতি জি-২০ সামিটে প্রধানমন্ত্রী সম্মানিত 🔴হয়েছেন। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা যেভাবে দেশে আসছে, সবকিছু মিলিয়ে কি মনে হয়? কোথায় কোন পত্রিকায় কে কী বলল, তাতে কিছু যায় আসে না।”
বুধবাꦡর (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর🐼্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, “আমরা নির্বাচনমুখী দল, জন🐠গণের রায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস কর⛎ি, জনগণ আস্থা-বিশ্বাস রেখে আবারও আমাদের সুযোগ দেবেন।”
শিক্ষক স্বল্পতার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানাভাবে কাজ করছি। শুধু পাহাড় নয়, হাওর-চর এসব এলাকায় শ💧িক্ষক 🍌স্বল্পতা রয়েছে। এটা বাস্তবতা। প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ হচ্ছে।”