কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যানিয়েল পল (৪৯) নামে এক ജঅস্ট্রেলিয়ান নাগরি🅺ক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উখ🌄িয়া উপজেলার ইনানী সোনারপাড়ার ডেইলপাড়া মেরিন ড্রাই💦ভ এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার পুলিশ সুপার🍎 মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ড্যানিয়েল পল মেরিন ড্রাইভে ভাড়ায়চালিত মোটরসাইকেলে ঘুরছিলেন। এক পর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনাস্থল🐻 পরিদর্শন করে বলেন, ড্যানিয়েল অস্ট্রেলিয়ার সিড𒁏নির বাসিন্দা।
তিনি আরও জানান, উখিয়ার সোনারপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ধরে যাওয়ার সময় ওই পর্যটক তার ভাড়া করা মোটরসাইকেলের নিয়ন্ত্র🐽ণ হারিয়ে ফেলেন। সড়কের পাশে🐓 একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরিফ হোসাইন জানান, চার দিন আগে তিনি কক্সবাজারে এসেছিলেন এব🦋ং কলাতলীতে মডার্ন রিসোর্টে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে তিনি ইনানী বিচ থেকে ফিরছিলেন। তার নিহত হওয়ার তথ্য ঢাকায় অস্ট্রেলিয়ান দূতাবাসকে অবহিত করা হয়েছে।
জানা যায়, এর আগেও মেরিন ড্রাইভে ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকবার দুর্ঘটꦰনার শিকার হয়েছেন পর্যটক ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন।