• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সুদের টাকার জন্য চাচিকে হত্যা, ভাতিজার মৃত্যুদণ্ড


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৮:৩৯ পিএম
সুদের টাকার জন্য চাচিকে হত্যা, ভাতিজার মৃত্যুদণ্ড

জয়পুরহাটে দাদনের সুদের এক হাজার টাকার জন্য চাচিকে কুপিয়ে হত্যার দায়ে রাকিবুল হাসান ওরফে টিটু (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দ🦂িয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জꦿজ আদালতের সিনিয়র෴ দায়রা জজ মো. নূর ইসলাম এ রায় দেন।

সিনিয়র দায়র🧸া জজ আদালতের বেঞ্চ সহকারী শাহিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুল জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার আবু সুফিয়ান আকন্দের ছেলে। রায় ঘ⛎োষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এরপর ♏তাকে পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রাকিবুল হাসান তার চাচি মাসুমা বেগমের কাছে দাদনে ২ হাজার টাকা নিয়েছিলেন। পরে তার চাচিকে আসল টাকা ফেরত দিয়েছিলেন। ওই টাকার ওপর লাভের এক হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু রাকিবুল সুদের এক হাজার টাকা আ𝓰র দেননি। সুদের এক হাজার টাকা নিয়ে তাদের চাচি-ভাতিজার ঝগড়া-বিবাদ চলছিল।

এরপর ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে চাচি মাসুমা বেগম খঞ্জনপুর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির আঙ্গিরায় কাপড় শুকানোর জন্য দড়ি টানানোর কাজ করছিলেন। এ সময় ভাতিজা রাকিবুল তার চাচিকে দড়ি টানানোর জন্য নিষেধ করেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে রাকিবুল তার চাচির মাথায়, চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে হাসুয়ার কোপ দিয়ে রক্তাক্ত করেন। গুরুতর আহত মাসুমা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে জেলা হা❀সপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুমাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা রাকিবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত মাসুমা বেগমের মেয়ে বিউটি বেগম বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘো🐎ষণা করেন।

Link copied!