• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সুদের টাকার জন্য চাচিকে হত্যা, ভাতিজার মৃত্যুদণ্ড


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৮:৩৯ পিএম
সুদের টাকার জন্য চাচিকে হত্যা, ভাতিজার মৃত্যুদণ্ড

জয়পুরহাটে দাদনের সুদের এক হাজার টাকার জন্য চাচিকে কুপিয়ে হত্যার দায়ে রাকিবুল হাসান ওরফে টিটু (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড🐻 দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ 🔯জুন) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. নূর ইসলাম এ রায় দেন।

সিনিয়র দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী শাহিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চি📖ত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুল জয়পুরহাট ꧟সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার আবু সুফিয়ান আকন্দের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্🔴থিত ছিলেন। এরপর তাকে পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রাকিবুল হাসান তার চাচি মাসুমা বেগমের কাছে দাদনে ২ হাজার টাকা নিয়💎েছিলেন। পরে তার চাচ💮িকে আসল টাকা ফেরত দিয়েছিলেন। ওই টাকার ওপর লাভের এক হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু রাকিবুল সুদের এক হাজার টাকা আর দেননি। সুদের এক হাজার টাকা নিয়ে তাদের চাচি-ভাতিজার ঝগড়া-বিবাদ চলছিল।

এরপর ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে চাচি মাসুমা বেগম খঞ্জনপুর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির আঙ্গিরায় কাপড় শুকানোর জন্য দড়ি টানানোর কাজ করছিলেন। এ সময় ভাতিজা রাকিবুল তার চাচিকে দড়ি টানানোর জন্য নিষেধ করেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে রাকিবুল তার চাচির মাথায়, চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে হ🦩াসুয়ার কোপ দিয়ে রক্তাক্ত করেন। গুরুতর আহত মাসুমা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক🙈 মাসুমাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা রাকিবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত মাসুমা বেগমের মেয়ে বিউটি বেগম বাদি হয়ে স🐷দর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

Link copied!