নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার বছর꧂ের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলার কাঞ্চন পৌরসভার মোস্তাপুর এলাকা 📖থেকে তাকে আটক করা হয়।
বাবুল চাদপুর জেলার সদর উপজেলার মৃত ꦑমজিদ মাষ্টারের ছেলে♓।
রূপগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, অভিযুক্ত বাবুল ও শিশুটির পরিবার পাশাপাশি ভাড়া বাসায় বাস করতেন। মঙ্গ🐓লবার দুপুরে মতিন চৌধুরীর বাংলোর বারান্দায় খেলতে গেলে বাবুল শিশুটিকে ডেকে নেন। সেখানে ধর্ষণের চেষ্টাকালে শিশুটির চিৎকারে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে এলে বাবুল পালিয়ে য়ায়। পরে শিশুর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত বাবুলকে আটক করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, “ধর্ষণ🌄ের চেষ্টার অভ🎶িযোগে বাবুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।”