• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাজশাহীতে তিন পুলিশ বক্সে হামলা-অগ্নিসংযোগ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৩:৫০ পিএম
রাজশাহীতে তিন পুলিশ বক্সে হামলা-অগ্নিসংযোগ

রাজশাহীতে বিক্ষꦚোভ চলাকালে ৩টি পুলিশ বক্সসহ সরকারি স্থাপনা, আওয়ামী লীগ ও ছাত্🅠রলীগের ৩টি ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ হামল✨া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (সিটিএসবি) সাইফুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। 

পরে নগরীর শহীদ কা🧜মারুজ্জামান চত্বরে বৈষম্যবিরোধী✱ ছাত্র আন্দোলনের ‘বিতর্কিত’ সমন্বয়ক অর্ণবকে পিটিয়ে আহত করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অ♛নুযায়ী শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারী মোড়ে জড়ো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে যায়। পথিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধা🉐ন ফটকের পাশের রাস্তায় পুলিশের এসআই সাইফুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। 

পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে পুনরায় তালাইমারী মোড়ে এসে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তালাইমারী থেকে মিছিল নিয়ে ভদ্রার দিকে এগুলোতেই নর্দান মোড়ে ছাত্রলীগের একটি ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর চালায়। ভদ্রা মোড় ও রাজশাহী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে থাকা আওয়ামী লীগের আরও দুটি ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এরপর প্রায় ৩-৪ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে (পূর্বের বিন্দোর মোড়) এলে সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালায়। এসময় পাশেই রেললাইনের ধারে অবস্থিত রেলওয়ের গার্ডরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় শিক্ষার্থীরা রাস্তায় কাঠের খড়িতে প♋েট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ চলাকালে সেখানে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বিতর্কিত’ নেতা অর্ণবকে পিটিয়ে গুরুতর আহত করে। শিক্ষার্থীরা সেখানে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। এসময় ঢাকা-রাজশাহী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, পুলিশের একজন এসআইকে লাঠি দিয়ে মাথায় ও𝄹 শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নগরীতে ৩টি পুলিশ বক💟্স ও সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Link copied!